কলকাতা ব্যুরো: এবার বিতর্কে জড়ালেন পুণের এক সাব ইন্সপেক্টর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন দপ্তরেরই এক মহিলা কনস্টেবল। আর এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মহারাষ্ট্র পুলিশের ৩৩ বছর বয়সি ওই মহিলা কনস্টেবল শিবাজীনগর পুলিশ স্টেশনে তাঁর অভিযোগ জানিয়েছেন।
তিনি পুলিশকে জানান, বর্তমানে নানদেড় পুলিশ স্টেশনে কর্মরত ওই সাব ইন্সপেক্টরের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাসও করেছেন ওই পুলিশ আধিকারিক। কিন্তু সম্প্রতি বিয়ের কথা বলতেই বেঁকে বসেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, তিনি এই বিয়ে করতে পারবেন না। এরপরই থানায় ওই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ জানালেন মহিলা কনস্টেবল।
যদিও অভিযোগ পেয়েই তদন্তে নেমেছে পুলিশ। ওই সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে ধর্ষণ ও জালিয়াতির অভিযোগে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলাও রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। অপরাধ প্রমাণিত হলে আইন মোতাবেক শাস্তি পাবেন ওই পুলিশ অফিসার।