কলকাতা ব্যুরো: ভয়াবহ পথ দুর্ঘটনা মহারাষ্ট্রে। মৃত্যু হল এক বিজেপি বিধায়কের ছেলে-সহ ৭ জন ডাক্তারি পড়ুয়ার। একটি গাড়িতে করে তাঁরা যাচ্ছিলেন। সোমবার রাত সাড়ে এগারোটা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে।
ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওয়ার্ধা থেকে দেওলি অভিমুখে যাচ্ছিল গাড়িটি। সেই সময় সেলসুরার কাছে একটি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। মৃত্যু হয় গাড়িতে থাকা সাতজনেরই। তাঁরা সকলেই সাওয়াঙ্গি মেডিক্যাল কলেজের পড়ুয়া।
দুর্ঘটনায় মৃতদের মধ্যে অন্যতম মহারাষ্ট্রের তিরোরা বিজেপি বিধায়ক বিজয় রাহাংদালের পুত্র আবিষ্কার রাহাংদালে। তিনি এবং পবন শক্তি নামে আরও একজন ছিলেন প্রথম বর্ষের পড়ুয়া। বাকি চারজন ফাইনাল ইয়ারের ছাত্র। তাঁরা হলেন নীরজ চৌহান, বিবেক নন্দন, প্রত্যুষ সিং ও শুভম জয়সওয়াল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। সেই সঙ্গে আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।