কলকাতা ব্যুরো: পরপর দু’টি ভূমিকম্পে কেঁপে উঠলো ভারত-মায়ানমার সীমান্ত। শুক্রবার ভোরের দিকে তীব্র কম্পন অনুভূত হয় এই অঞ্চলে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। এমনটাই জানিয়েছে ‘ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

দু’দেশের সীমান্তবর্তী অঞ্চলের আশপাশে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম আর অসমেও এই ভূ-কম্পন ছড়িয়ে পড়ে। ‘ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার’স’-এর ওয়েবসাইটে অনেকেই জানিয়েছেন অনেক দূরে অবস্থিত কলকাতাতেও এই কম্পনের তীব্রতা অনুভূত হয়েছে। ইএমএসসি-র ওয়েবসাইটে এক প্রত্যক্ষদর্শী অভিজ্ঞতা পোস্ট করা হয়েছে। তিনি বলেছেন, এটা অন্যতম দীর্ঘ সময় ধরে চলা ভূমিকম্প। আমি আগে কখনও এমন অনুভব করিনি।

জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎস বাংলাদেশের চট্টগ্রাম থেকে ১৮৩ কিলোমিটার পূর্বে অবস্থিত। সিসমোলজি সেন্টার জানিয়েছে, ভোর ৫.১৫ মিনিট নাগাদ প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়। এরপর দ্বিতীয় কম্পনটি হয় ৫.৫৩ মিনিটে ৷

Share.
Leave A Reply

Exit mobile version