কলকাতা ব্যুরো- চিটফান্ডের তদন্তে এবার তল্লাশি চালানো হল জাদুকর পি সি সরকারের বাড়িতে। একসময়ে টাওয়ার গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন তিনি। তবে এই টাওয়ার গ্রুপের নামই বর্তমানে চিটফান্ডের তালিকায় এসেছে। তাই এবার তারই তদন্ত করতে পি সি সরকারের বাড়িতে হানা দিল সিবিআই। এদিন পি সি সরকারের মুকুন্দপুরের বাড়িতে পৌঁছান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। সেই সময়ে পি সি সরকার নিজেই বাড়িতে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন তাঁর মেয়েও। এদিন প্রায় দু’ঘণ্টা তল্লাশি চালানো হয় জাদুকরের বাড়িতে। পি সি সরকারের পাশাপাশি তাঁর মেয়েকেও জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা।

মূলত টাওয়ার গ্রুপের থেকে কত টাকা নিয়েছেন পি সি সরকার, টাকা নেওয়ার করাণই বা কি, সেই বিষয়ে জাদুকরকে জিজ্ঞাসাবাদ করা হয় এদিন। তাঁর ব্যাঙ্ক স্টেটমেন্টে খতিয়ে দেখার পাশাপাশি তার বাইরেও কোন লেনদেন হয়েছে কিনা, তা জানতে চান গোয়েন্দারা। জানা গিয়েছে টাওয়ার গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে প্রাপ্যটুকুই পি সি সরকার নিয়েছেন বলেই জানিয়েছেন তিনি। টাওয়ার গ্রুপের সাথে পি সি সরকারের কোন চুক্তি হয়েছিল কিনা সেবিষয়েই এদিন জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দারা। চুক্তির নথিপত্রও দেখতে চান তাঁরা। টাওয়ার গ্রুপের একটি হোটেল ও রেস্তোঁরাতে ম্যাজিক দেখানোর চুক্তি হয়েছিল পি সি সরকারের সাথে। তবে সেই হোটেল ও রেস্তোরাঁ না খোলা সত্ত্বেও টাকা নিয়েছেন জাদুকর, এমনটাই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

Share.
Leave A Reply

Exit mobile version