কলকাতা ব্যুরো: চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী মাসের ৩ তারিখ অর্থাৎ ৩ জুন প্রকাশিত হবে মাধ্যমিকের ফল। ৩ জুন সকাল ৯টার সময় একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করা হবে মাধ্যমিকের। পর্ষদের তরফে সভাপতি মেধাতালিকার প্রথম ১০ জনের নাম ঘোষণার করবেন। বেলা ১০ টা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থী।
কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন?
১) ফল দেখতে প্রথমেই wbresults.nic.in বা www.wbbse.wb.gov.in ওয়েসাইটে যেতে হবে।
২) সাইটে WBBSE Class 10th Results’লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) লিঙ্কে ক্লিক করলে যে নতুন পেজ খুলবে,সেখানে নিজের রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে।
৪) এরপর ‘সাবমিট’ (Submit) বোতামে ক্লিক করতে হবে।
৪) স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ভেসে উঠবে।
৫) পরবর্তীকালে তা ব্যবহার করার জন্য পেজটি ডাউনলোড করে রাখা ভালো।
করোনার প্রকোপ কমায় চলতি বছরে অফলাইনে হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আগের নিয়মে স্কুলে গিয়ে পরীক্ষা দিয়েছে পড়ুয়ারা। ১৬ মার্চ শেষ হয়েছিল পরীক্ষা। ফলত ফল কবে প্রকাশিত হবে, তা নিয়ে আলোচনা চলছিল। আগেই জানা গিয়েছেিল ৩১ মে একটি বৈঠক করা হবে, সেখানেই চূড়ান্ত হবে মাধ্যমিকের ফলপ্রকাশের দিনক্ষণ। সেই মতো এদিন নির্ধারিত সময়েই বৈঠক হয়। তারপরই পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী ৩ জুন চলতি বছরের মাধ্যমিকের ফলপ্রকাশ হবে।