কলকাতা ব্যুরো: বাবা লোকনাথের ভক্তদের জন্য সুখবর। রাজ্য সরকারের তরফে চাকলা ও কচুয়া মন্দির সংস্কার এবং উন্নয়নের জন্য নকোটি কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। গতবছর জন্মাষ্টমীর দিন ভক্তদের প্রবল ভিড়ে বড়সড় দুর্ঘটনার মুখে পড়েছিল লোকনাথ বাবার কচুয়া মন্দির। পাঁচজন তীর্থযাত্রী মারা যান। বেশ কয়েকজন আহত হয়েছিলেন। সেই ঘটনার পর দেখা যায় মন্দির সংলগ্ন খালের উপরে কোন কংক্রিটের সেতু না থাকায় দুর্ঘটনা বড় আকার নিয়েছে।

এরপরই ওই মন্দিরের এবং সংলগ্ন এলাকার উন্নয়নের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল। পূর্ত দপ্তর সূত্রে জানানো হয়েছে, চাকলা মন্দির এর জন্য এক কোটি ১৯ লক্ষ টাকা এবং কচুয়া ধাম এর জন্য ৮ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। এই কাজের জন্য ইতিমধ্যে দরপত্র ডাকা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version