কলকাতা ব্যুরো : দৈনিক আক্রন্তের সংখ্যা ২৫ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। গত তিন মাসের যা রেকর্ড সংক্রমণ। দিনে ৪ হাজারের বেশি রোগী ধরা পড়েছে মহারাষ্ট্রে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে,সারা দেশের মধ্যে কর্নাটক, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গুজরাত ও হরিয়ানাতে বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। দেশের প্রায় ৮৫ শতাংশ আক্রান্ত এই ৬ রাজ্যের।

গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণের রিপোর্ট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে উদ্ধব ঠাকরের প্রশাসন। মুম্বইয়ের অবস্থা হতে চলেছে সেই গত বছরের মতো।সংক্রমণের চেন ভাঙতে লকডাউনের সিদ্ধান্ত নিতে পারে সরকার। জমায়েত, অনুষ্ঠান, রেস্টুরেন্ট, শপিং মল প্রভৃতি জায়গায় নতুন গাইডলাইন জারি করার ভাবনাচিন্তা করা হচ্ছে।

গ্রেটার মুম্বই পুরসভার তরফে জানা গিয়েছে, মুম্বইয়ে কন্টেনমেন্ট জোনের সংখ্যা বাড়নো হচ্ছে। একাধিক বহুতল সিল করে দেওয়া হয়েছে।বেশ কিছু এলাকায় লকডাউন জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে ইঙ্গিত দিয়েছেন, আগামীদিনে একাধিক এলাকায় লকডাউন জারি হতে পারে। তবে অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থা্কাত

Share.
Leave A Reply

Exit mobile version