কলকাতা ব্যুরো: করোনা সংক্রমণ বাড়তে থাকায় ফের লকডাউন এর পথে হাঁটতে চলেছে ইজরায়েল। আগামী শুক্রবার থেকে তিন সপ্তাহের জন্য লকডাউন এর সিদ্ধান্ত নিয়েছে ইজরায়েল সরকার।

যদিও এই লকডাউন এর মধ্যে স্কুল, শপিং মল এর মত প্রতিষ্ঠানগুলি যেমন বন্ধ থাকবে, তেমনি সরকারি ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কর্মী নিয়ে কাজ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এপ্রিল মাসে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল ইজরাইল। কিন্তু তারপরে দেশ আনলক হতেই ফের সংক্রমণ বাড়ছে।

প্রতিদিন সংক্রমণ বেড়ে চলেছে। গত শনিবার একদিনে আক্রান্তের সংখ্যা ২৭১৫। এই অবস্থায় অর্থনৈতিক প্রবল ক্ষতির আশঙ্কা করে নতুন প্যাকেজ তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলির আর্থিক ক্ষতি থেকে বাঁচানো যায়।

Share.
Leave A Reply

Exit mobile version