কলকাতা ব্যুরো: ফ্রান্স ও জার্মানির পর ইংল্যান্ড। এক মাসের জন্য লকডাউন ঘোষণা করলো বোরিশ্ জনসনের সরকার। গত একমাসে ইংল্যান্ড এক মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে লকডাউন ছাড়া আর কোন উপায় নেই বলে জানাচ্ছেন সেদেশের প্রধানমন্ত্রী জনসন।
২ নভেম্বর শুরু হওয়া লকডাউন ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে বলে শনিবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী। সেখানে একদিনে কুড়ি হাজারের বেশি মানুষ করোনাই আক্রান্ত হচ্ছেন। যেটা খুব খারাপ অবস্থার নজির বলে মনে করছে সরকার।’ এখনো পর্যন্ত আশি হাজার মানুষ করোনা য় সে দেশে মারা গিয়েছেন।
লকডাউন চললেও, শিক্ষা প্রতিষ্ঠান কাজের জায়গায় এবং জরুরী পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছে ইংল্যান্ডের সরকার। শনিবার জনসন বলেছেন, এখন ব্যবস্থা নেওয়ার সময়। কারণ এ ছাড়া আর কোন উপায় নেই। এই জরুরি অবস্থা জারীর মধ্যেই ইংল্যান্ডের শ্রমিকরা কাজ না করলে ও বেতনের ৮০% পাবেন বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।
এই সময় খোলা থাকবে জরুরী পণ্যের দোকান, স্কুল, বিশ্ববিদ্যালয়। তবে রেস্তোরাঁ, পাব এর মত জরুরী নয়, এমন বহু সংস্থাই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ইতিমধ্যেই জার্মানি এবং ফ্রান্স লকডাউন চালু করে দেওয়ায় বিশ্ব অর্থনীতিতে তার একটা বড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এবার গোটা ইংল্যান্ড জুড়ে লকডাউনের ঘোষণায়, সেই ধাক্কা আরো ত্বরান্বিত হবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।