কলকাতা ব্যুরো : সাড়ে সাত মাস পর আজ লোকাল ট্রেন চালু হল রাজ্যে। বিভিন্ন স্বাস্থ্যবিধির কথা গতকাল রাজ্য সরকার থেকে বলা হয়েছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই স্টেশনে এবং ট্রেনের ভেতরে সে স্বাস্থ্যবিধির ছিটেফোটাও দেখা গেল না। ভিড়ে ঠাসা ঠাসি ট্রেন। দূরত্ব বিধি উধাও।

গতকালই স্টেশন পরিদর্শন করেছিলেন রেল কর্তারা। সমস্ত কিছু খুঁটিয়ে দেখেও ছিলেন। আজ ভোর থেকে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল প্রত্যেক স্টেশনে। ট্রেনের কামরায় ভেতর একটি আসন ছেড়ে বসতে বলা হয়েছে। যাত্রীদের স্টেশনে স্টেশনে ভিডিও দেখিয়ে সতর্কতামূলক প্রচার হয়েছে। সকালের দিকে বিভিন্ন স্টেশনে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়। সেরকমভাবে মাস্ক ছাড়া কোনো যাত্রীকে দেখাও যায়নি। ট্রেনের ভেতরে দূরত্ব বিধি মেনে বসতে দেখা গেছে যাত্রীদের।

কিন্তু অফিসটাইম আসার সঙ্গে সঙ্গেই সমস্ত করনা বিধি উধাও হয়ে গেল। ট্রেন ও স্টেশন গুলির ভেতরে গাদাগাদি ভিড় দেখা গেল। ট্রেনের কামরার মধ্যে উপচে পড়ছে ভিড়। আরেকটু বেলা বাড়তে বেশিরভাগ কামরাতেই যাত্রীদের আর দূরত্ব বিধি মেনে চলতে দেখা যায়নি। শিয়ালদা থেকে সকালে ব্যারাকপুর, নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর লোকাল ছেড়েছে। সমস্ত লাইনে ট্রেন পরিষেবা চালু ছিল। শিয়ালদা দক্ষিণ শাখায় বজ বজ, ডায়মন্ডহারবার, লক্ষীকান্তপুর এর উদ্দেশ্যে ট্রেন ছেড়েছে। চোখে পড়েছে দৈনিক টিকিটের জন্য হাওড়া ও শিয়ালদহ স্টেশনের বাইরে লম্বা লাইন। ভোরের দিকে যাত্রীদের দূরত্ব বিধি মেনে চলার দিকে নজর রাখতে দেখা যায় । পুলিশকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে দিনে যতবার কোন ট্রেন এসেছে ততবার জীবাণুমুক্ত করা হচ্ছে। প্লাটফর্ম ও কামরাগুলোয় ছড়ানো হচ্ছে সেই জীবানুনাশক।

এসব কিছু সত্বেও বেশিরভাগ যাত্রীর মধ্যেই উদাসীনতা দেখা গেছে। এমনকি অনেককে মাস্ক না পড়ে ট্রেনে ওঠা নামা করতে চোখে পড়েছে। যাত্রীদের দাবি অফিস টাইমে ট্রেনের সংখ্যা না বাড়ালে যাত্রীদের পক্ষে দূরত্ব বিধি মেনে চলা সম্ভব নয়। রেল কর্তৃপক্ষ এদিকে জানিয়েছে আজ ৮৪ শতাংশ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভিড় দেখে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এদিকে ট্রেন চালু হতে মেট্রো পরিষেবা ও আজকে বাড়ানো হয়েছে কলকাতা শহরে।

Share.
Leave A Reply

Exit mobile version