কলকাতা ব্যুরো: মাত্র বছর তেরো বয়স, ঠিক তখন থেকেই দলের সঙ্গে সম্পর্ক তাঁর। বড় চুল, দুরন্ত স্পিড, চূড়ান্ত ড্রিবল সবকিছুতেই ছিল অসামান্য দক্ষতা। দল নয় বলা ভালো আবেগ। এই দলেই অনেক রথী মহারথীদের পাশে থেকে অ্যাসিস্ট করেছেন। গোল যেমন করেছেন, করিয়েওছেন ভুরিভুরি। এতদিন সবকিছুই যে ঠিকঠাক চলছিল। সমস্যা এসেছে কালের নিয়মে তা মিটেও গেছে। বেশ কিছুদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল তিনি বোধহয় আর দলে থাকবেন না। তাঁর চরম নিন্দুকও কখনও ভাবেন নি চকিতে তিনি এভাবে বিপক্ষের জালে বল জড়িয়ে দেবেন। তবে সব জল্পনা সত্ত্বেও নিজের পারিশ্রমিক অর্ধেক করেও দলের সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করতে রাজিও হয়ে গিয়েছিলেন। তবে হঠাৎই ভোলবদল। বার্সেলোনা ছাড়লেন লিওনেল মেসি।  

বার্সেলোনার একটা যুগের অবসান ঘটলো বলা চলে। বিশ্ব ফুটবলেও একটা যুগের অবসান। স্প্যানিশ ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, নতুন চুক্তি সই আর সম্ভব নয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার ক্লাবের সঙ্গে বৈঠকে বসেছিলেন মেসি। কিন্তু সেখান থেকে কোনও সমাধান সূত্র বেরোয়নি। আর তারপরেই ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী মরশুমে মেসি আর বার্সায় নেই এল এম টেন।

এক সরকারি বিবৃতিতে ক্লাব জানিয়েছে, বার্সেলোনা এবং মেসির মধ্যে নতুন চুক্তির বিষয়ে কথাবার্তা পাকা হয়ে গিয়েছিল। তবে দুই পক্ষই নতুন চুক্তি স্বাক্ষরের বিষয়ে আগ্রহী হওয়া সত্ত্বেও লা লিগার আর্থিক এবং পরিকাঠামোগত বাধার কারনেই এই চুক্তি স্বাক্ষর করা সম্ভব নয়। আর যার ফলস্বরূপ মেসি বার্সেলোনাতে থাকছেন না।

বার্সেলোনার তরফে মেসিকে তাঁর ব্যক্তিগত এবং খেলোয়াড় জীবনের জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্লাবে তাঁর অবদানের জন্যও তাঁকে ধন্যবাদ জানানো হয়। আর্জেন্তিনা থেকে বালক হিসাবে বার্সেলোনাতে যোগ দিয়ে যে রূপকথা শুরু হয়েছিল, ২১ বছর পর অবশেষে তার পরিসমাপ্তি ঘটল। 

তবে বিশ্বের একাধিক শীর্ষস্তরের ক্লাব ৩৪ বছর বয়সী ফুটবলের জাদুকরকে সই করাতে মুখিয়ে রয়েছে। উল্লেখ্য, প্যারিস সাঁ-জাঁ, ম্যাঞ্চেস্টার সিটি, দুই দলের সঙ্গেই বহুদিন ধরে মেসির নাম জড়িয়েছে। অবশেষে ফুটবলের রাজপুত্র এখন কোন দলে সই করেন এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

Share.
Leave A Reply

Exit mobile version