কলকাতা ব্যুরো : মানুষ শিলিগুড়ির উন্নয়ন দেখে ভোট দেবেন, ভোট দেবেন কাজের মানুষকে। তাই এবারের নির্বাচনে শিলিগুড়িতে বামেদের জয় নিশ্চিত। বৃহস্পতিবার শিলিগুড়িতে নির্বাচনী প্রচারে গিয়ে এমনই মন্তব্য করেন শিলিগুড়ির সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য।

এদিন তিনি সকালে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার চালান শিলিগুড়ির ভারত নগরের প্রান্তিক পল্লীতে। পরে তিনি ভোটারদের সাথে মিলিত হন বিধান রোডের গৌরিশংকর মার্কেটে। সেখানে গিয়ে ভোটারদের সাথে শহরের উন্নয়ন নিয়ে কথা বলার পাশাপাশি ভোট প্রার্থনাও করেন। পরে অশোক ভট্টাচার্য বলেন, শিলিগুড়িতে তার হাত দিয়েই যাবতীয় উন্নয়ন হয়েছে। শিলিগুড়ির মানুষ উন্নয়ন দেখেই তাঁকে বারবার জিতিয়েছেন। তাই এবারও তিনি আশাবাদী এই নির্বাচনেও তাঁকে বিপুল ভোটে জয়ী করবেন শহরবাসী।

Share.
Leave A Reply

Exit mobile version