কলকাতা ব্যুরো: এসএসসি-এর গ্রুপ ডি কর্মী নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে অভিযানে নেমে পুলিশি ‘অত্যাচারে’র মুখে পড়লেন বাম ছাত্র, যুবরা। সল্টলেকে এসএসসি ভবনের সামনে দু’পক্ষের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা। ভবনে প্রবেশের মুখে তাঁদের আটকায় পুলিশ। ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগোতে চাইলে শুরু হয় ধস্তাধস্তি। রাস্তার মাঝেই অবস্থান বিক্ষোভ শুরু করেন DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, নেতা সৃজন ভট্টাচার্য। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁদের গ্রেপ্তার করে বিধাননগর পূর্ব থানার পুলিশ। তাঁদের পুলিশ ভ্যানে তুলে থানায় পাঠানো হয়।

রাজ্য এসএসসি’-এর শিক্ষক বা গ্রুপ ডি কর্মী নিয়োগে একাধিক অস্বচ্ছতার অভিযোগে প্রতিবাদে নেমেছিল বামপন্থী ছাত্র ও যুব সংগঠন SFI, DYFI. ‘এসএসসি-র ঘুঘুর বাসা ভাঙতে’ তাঁদের অভিযানের ডাক দেওয়া হয়েছিল তাদের তরফে। বুধবার দুপুর নাগাদ মীনাক্ষী মুখোপাধ্যায়, সৃজন ভট্টাচার্যরা করুণাময়ী থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল শুরু হয়। প্রচুর কর্মী, সদস্যরা জমায়েত করেছিলেন মিছিলে।

তবে এদিন মিছিল এসএসসি ভবন পৌঁছনোর আগেই পুলিশ বাধা দেয়। বাম ছাত্র, যুব সংগঠনের সদস্যদের বক্তব্য, এসএসসি ভবনে তাঁরা স্মারকলিপি জমা দিতে চান। নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে তাঁরা দাবি করেন, প্রশাসনকে ক্ষমা চাইতে হবে। এসএসসি ভবনের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি, সংঘর্ষ শুরু হয়। তাতে অসুস্থ হয়ে পড়েন এক বাম যুব সদস্য।

Share.
Leave A Reply

Exit mobile version