কলকাতা ব্যুরো: বছরের পর বছর লক্ষী পুজোর আগে সংবাদ মাধ্যমে লিখে লিখে কথাটা ক্লিশে হয়ে গিয়েছে-লক্ষী পুজোয় বাজার চড়া।লক্ষী পুজোর আগে বাজার যে খানিক চড়বে, সেটাই তো স্বাভাবিক। মানে অস্বাভাবিকতা কেও এখন মানতে হবে স্বাভাবিক হিসেবে। কিন্তু কতটা চড়তে পারে বাজার? ফল থেকে সব্জির বাজার অগ্নিমূল্য। শসা ৮০ টাকা কেজি, আখ ৫০-৭০ টাকা পিস, নারকেল ৫০ টাকা পিস, কলা ৫০-৮০ টাকা ডজন।
বিক্রেতারাই জানাচ্ছেন, প্রতিমার দামও বেড়েছে ৫০-৬০ টাকা। ট্রেন বন্ধ থাকায় গাড়িতে আনায় খরচ বেড়েছে, সেই কারণেই প্রতিমার দাম বেড়েছে বলেই জানাচ্ছেন প্রতিমা বিক্রেতারা।
শুক্রবার রাতেই লাগছে পূর্ণিমা। শনিবার রাত আটটা পর্যন্ত তা থাকবে। এই পূর্ণিমাতেই হবে কোজাগরী লক্ষী পুজো। শুধুমাত্র ফল, ফুল বা প্রতিমাই নয়, বাজার চড়া সব্জিরও। জ্যোতি আলু ৩৫, চন্দ্রমুখী ৪০, টমেটো ৮০, বেগুন ৭০-৮০, পটল, ঝিঙে ৬০, কাঁচা লঙ্কা ২০০, ফুলকপি ৩০-৪০, বাঁধা কপি ৫০।
লক্ষী পুজোয় সাধারণ বাঙালি বাড়িতে খিচুড়ি, লাবড়া, আলুর দম, চাটনির মতো আইটেমগুলো হয়ে থাকে। সঙ্গে আলু, বেগুঞ্জ পটলের মতো কিছু ভাজাভুজি। কিন্তু তার জন্য প্রয়োজনীয় প্রতিটা সব্জির দামই অত্যন্ত চড়া। ফলে কোনোক্রমে লক্ষী পুজো সারতে বাধ্য হচ্ছেন অনেক পরিবারই।