কলকাতা ব্যুরো: অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় এবার সরব হলেন আইনজীবীরাও ৷ কংগ্রেসের মতোই তাদের প্রভাবাধীন সংগঠনের আইনজীবী সদস্যরা সোমবার কলকাতা হাইকোর্টে ‘সত্যাগ্রহ’ পালন করেন ৷ একই কর্মসূচিতে রাজ্যের বিরুদ্ধেও সরব হন আইনজীবীরা। এসএসসি ও টেট দুর্নীতি নিয়ে বর্তমানে নাজেহাল দশা রাজ্য সরকারের। এদিনের সত্যাগ্রহে সেই দুর্নীতির প্রতিবাদ জানান কংগ্রেস মনস্ক আইনজীবীরা। একইসঙ্গে, ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীকে ইডির তলবের বিরোধিতাতেও সরব হন আইনজীবীরা।

সোমবার কলকাতা হাইকোর্ট চত্বরে বসেই সত্যাগ্রহে সামিল হন বিক্ষোভকারী আইনজীবীরা ৷ উল্লেখ্য, অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় এদিন সারা দেশেই সত্যাগ্রহ পালন করে কংগ্রেস। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি পালন করে তারা। সেই উদ্যোগকে সমর্থন জানিয়েই আইনজীবীদের একাংশও সত্যাগ্রহে অংশগ্রহণ করেন।

আন্দোলনকারীদের বক্তব্য, রাজ্য এবং কেন্দ্র, দুই সরকারই বিরোধী কণ্ঠস্বরকে রোখার চেষ্টা করছে। শিক্ষাব্যবস্থা থেকে প্রতিরক্ষা, সর্বত্রই দুর্নীতির বাড়বাড়ন্ত চলছে অথচ সরকার নির্বিকার। কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের সঙ্গে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের তুলনা করে দু’টি কর্মসূচিরই সমালোচনা করেন বিক্ষোভরত আইনজীবীরা। তাঁদের অভিযোগ, রাজ্য সরকার যেমন সিভিক ভলান্টিয়ার নিয়োগ করে পুলিশ প্রশাসনের ক্ষতি করেছে, তেমনই অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনার কাঠামো ভেঙে দিতে চাইছে কেন্দ্রের মোদি সরকার।

Share.
Leave A Reply

Exit mobile version