কলকাতা ব্যুরো: সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার তদন্ত চলাকালীন মিডিয়া ট্রায়াল বন্ধ করতে এবার কেন্দ্রীয় সরকার ও ল কমিশনকে মামলায় যুক্ত করার নির্দেশ দিল বোম্বে হাইকোর্ট। আদালতে বক্তব্য, এই জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে এই দুই প্রতিষ্ঠান তাদের বক্তব্য জানাক। কারণ সংবাদমাধ্যমকে খবর করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের ভূমিকা থাকা প্রয়োজন। বিশেষ করে স্পর্শ কাতর মামলার ক্ষেত্রে। সুশান্ত সিং রাজপুত মামলা তার উদাহরণ।
বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জি এস কুলকার্নির ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলাটির শুনানি করছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে মামলা দায়ের করে অভিযোগ করা হয়েছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা নিয়ে মিডিয়া যেভাবে ট্রায়াল’ করছে তা এখনই বন্ধ হওয়া দরকার। জনস্বার্থ মামলায় আরও বলা হয়েছে, ল কমিশন তাদের দুশোতম রিপোর্টে এই নিয়ন্ত্রণের ব্যাপারে কিছু সুপারিশ করেছিল। ফলে এবার এই মামলায় ল কমিশনকে তাদের বক্তব্য জানাতে হবে আগামী শুনানিতে।

Share.
Leave A Reply

Exit mobile version