কলকাতা ব্যুরো: সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে মাঘ উৎসব বাতিল করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্বভারতীয় সর্বোচ্চ সম্মান ‘দেশিকোত্তম’ পেয়েছিলেন লতা ৷ তৎকালীন উপাচার্য দিলীপকুমার সিংহের সময় ১৯৯৭ সালে আম্রকুঞ্জে বিশ্বভারতীর সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়েছিল তাঁকে ৷ আম্রকুঞ্জের জহর বেদীতে একটি অনুষ্ঠানের মধ্য দিতে তাঁকে সম্মানিত করা হয়েছিল ৷ শিল্পীর প্রয়াণে তাই শোকের ছায়া শান্তিনিকেতনেও।

রীতি অনুযায়ী রবিবার থেকেই শ্রীনিকেতনে শুরু হয় মাঘ উৎসব ৷ প্রতি বছর এই দিনে মাঘ উৎসবের পাশাপাশি শ্রীনিকেতন মেলা বা মাঘ মেলা হয়ে থাকে। কিন্তু, কোভিড পরিস্থিতির জন্য এবার মেলার আয়োজন করেনি বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে প্রথা অনুযায়ী মাঘ উৎসবের সূচনা হয় ৷ রবিবার সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে এই মাঘ উৎসবের সন্ধ্যানুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।

তবে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে বুধবার উপাসনা গৃহে বিশেষ উপাসনারও আয়োজন হবে ৷

Share.
Leave A Reply

Exit mobile version