কলকাতা ব্যুরো: শুক্রবার রাতে গণেশ চন্দ্র এভেনিইয়ের বহুতলের আগুনে এখোনো পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর মিলেছে। দোতলার বাথরুম থেকে উদ্ধার করা হয় এক বৃদ্ধার দেহ। আগুনের হাত হাত থেকে বাঁচতে আরো এক কিশোর ঝাঁপ দিয়েছিলো চারতলা থেকে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় আহত আরো দুই ব্যক্তির চিকিৎসা চলছে হাসপাতালে।
১৪ টি দমকলের ইঞ্জিন ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও সাততলা থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের। আগুন লেগেছিলো একতলায়। আটতলা বাড়ির সাততলা পর্যন্ত ছড়িয়ে পরে সেই আগুন। রাতেই ঘটনা স্থলে যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি নিজেও পরিস্থিতির তদারকি করেন। জানা গিয়েছে, এখন চলছে বহুতলটিকে ঠান্ডা করার কাজ।

Share.
Leave A Reply

Exit mobile version