কলকাতা ব্যুরো: বিহার বিধানসভা নির্বাচনের আগে হাইকোর্ট থেকে জামিন পেলেন লালু প্রসাদ যাদব। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ কে চারা ঘোটালা মামলায় চাইবাসা ট্রেজারি আর্থিক কেলেঙ্কারির মামলায় জামিন দিলো ঝাড়খন্ড হাইকোর্ট। যদিও তিনি এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না। কারণ দুমকা ট্রেজারি র আর্থিক তছরুপের ঘটনায় তাকে এখনো জেলে থাকতে হবে।
চাইবাসা ট্রেজারি আর্থিক কেলেঙ্কারি ক্ষেত্রে ৩৭ কোটি টাকা সেখান থেকে বেআইনিভাবে লোপাটের অভিযোগ ওঠে ১৯৯০ সালে। ১৯৯৬ সালে ধরা পড়ে বিখ্যাত সেই বিহারের পশুখাদ্য কেলেঙ্কারি মামলা। মোট এক হাজার কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে রাষ্ট্রীয় জনতা দল প্রধান লালুপ্রসাদ সহ ৪৪ জনকে অভিযুক্ত করে হাইকোর্ট। সিবিআই তদন্তের পর ২০১৩ সালে চাইবাসা কেলেঙ্কারিতেও লালুর সাজা হয়। মোট তিনটি মামলায় সিবিআই তদন্ত এখনো পর্যন্ত ১৩ বছরের বেশি সময় জেল খেটেছেন লালু যাদব। ইতিমধ্যে ২০১৯ সালে ঝারখন্ড হাইকোর্ট তাকে পশুখাদ্য মামলার দেওঘর ট্রেজারি মামলায় জামিন দিয়েছে। কিন্তু এখনো একটি মামলায় জেলে থাকার নির্দেশ থাকায় আপাতত এবার ভোটেও লালু ছাড়াই বিহারে ভোট দেখবে ভারতবাসি।।

Share.
Leave A Reply

Exit mobile version