কলকাতা ব্যুরো: মেরিট লিস্টের প্রথমে নাম তুলে শিক্ষা ব্যবস্থাকে হাসির খোরাক করতে চেয়ে এবার পুলিশি নজরে সেই সানি লিওন। কে বা কারা এমন নাম দিয়ে রাজ্যের শিক্ষাক্ষেত্রে নেতিবাচক প্রচারের ষড়যন্ত্র করছে তা খুঁজে বের করতে লালবাজারের দ্বারস্থ হলো কলেজ কর্তৃপক্ষ। শুধু কলকাতার আশুতোষ কলেজ নয়, দক্ষিণ ২৪ পরগনার অন্য একটি কলেজেও মেরিট লিস্টে সেই সানি লিওনের নাম উঠেছে।
যা নিয়ে প্রবল সমালোচনা আর চটুল রসিকতা চলছে নেট দুনিয়ায়। এই অবস্থায় ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে কলকাতা পুলিশে অভিযোগ জানালো কলেজ কর্তৃপক্ষ। রাতে কলকাতা পুলিশের এক অফিসার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর সাইবার সেল তদন্ত শুরু করেছে। কারণ গোটা প্রক্রিয়াই যেখানে অনলাইন ও কম্পিউটার ব্যবস্থায় চালিত, সেখানে বাইরে থেকে এমন নাম দিয়ে আবেদন করার সুযোগ রয়েছে আবার যাঁরা তালিকা মিলিয়ে নাম এন্ট্রি করছেন, তাঁদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। তাই সবদিক খতিয়ে দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version