কলকাতা ব্যুরো: করোনা আবহে এবার অনুষ্ঠিত হচ্ছে কলকাতার দুর্গাপুজো। পুজোর অনুমতি দিলেও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনেই এবার করতে হবে পুজো। এ বিষয়ে কমিটিগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। কিন্তু সেই নির্দেশিকা মানা হচ্ছে কিনা তা দেখতে প্রতিটি পুজোর জন্য দায়িত্বে থাকবেন একজন করে এসআই। তিনিই হবেন নোডাল অফিসার। তিনি এই বিষয়ে পুজোর দিনগুলিতে রিপোর্ট পাঠাবেন ওসিদের কাছে। সেই রিপোর্ট ডিসিদের মাধ্যমে প্রতিদিন জমা পড়বে লালবাজারে। তার ভিত্তিতেই প্রয়োজনীয় পদক্ষেপ করবে লালবাজার।

গত কয়েকদিন ধরেই কলকাতার বেশ কয়েকটি বড় পুজো কমিটির আয়োজন সরজমিনে খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা সহ উচ্চপদস্থ পুলিশ কর্তারা। তারপরই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এবছর পুজো হলেও, করোনার সংক্রমণ ঠেকানোই এখন রাজ্যের কাছে বড় চ্যালেঞ্জ। কারণ পুজোর পরেই করোনা সংক্রমণ অনেকটাই বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট চিকিৎসকরা। সেক্ষেত্রে পুজোয় অনুমোদনের সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যাযের সরকারের কাছে। সে কারণেই বাড়তি সতর্কতা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Share.
Leave A Reply

Exit mobile version