কলকাতা ব্যুরো: দুই দেশের সামরিক পর্যায়ের বৈঠকের পর আপাতত যতি চিহ্ন লাদাখ উপত্যকায়। খুলেছে দোকানপাট। মাঠে শুরু হয়েছে শিশুদের খেলা। সব মিলিয়ে খানিকটা স্বস্তির চিহ্ন লাদাখে। এই পরিস্থিতি স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের কাছেও খুশিতে খবর। তারা জানাচ্ছেন, দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্তে পৌঁছানো গিয়েছে, এটাই ঠিক পথ। কারণ প্রথমে করোনা পরে ভারত-চিন সীমান্ত উত্তেজনায় দারুন ভাবে মার খেয়েছে লে-লাদাখের পর্যটন। আশা করছি, এবার আবার পর্যটন শিল্প ঘুরে দাঁড়াতে পারবে।

পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হলেও সীমান্তের ওপর অবশ্য নজর রাখছে ভারতীয় সেনা। দুই দেশের মধ্যে এই পর্বে সেনা স্তরের ষষ্ঠ বৈঠকে ঠিক হয়, দুই দেশের কেউই একে অন্যকে আক্রমণ করবে না। সীমান্তে সেনা প্রত্যাহার না করা হলেও নতুন করে বাড়ানো হবে না। কোনো সমস্যা তৈরি হলে আলোচনার মাধ্যমেই তা মেটানোর চেষ্টা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version