কলকাতা ব্যুরো: লাদেখের পরিস্থিতি অত্যন্ত গুরুতর। যা প্রভাব ফেলবে দুই দেশের সম্পর্কে। রাশিয়ায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে একথাই বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। যদিও তিনি বলেন, রাজনৈতিক স্তরে আলোচনার মধ্যে দিয়েই ওই সমস্যা মেটানোর চেষ্টা করতে হবে।
প্রসঙ্গত, রাশিয়ার ওই বৈঠকে যোগ দিতে উপস্থিত থাকবেন চিনের বিদেশমন্ত্রীও। সেখানেই আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ভারত ও চিনের বিদেশমন্ত্রীর মধ্যে বৈঠক হওয়ার কথা। দিন কয়েক আগেই রাশিয়াতেই বৈঠক করেন ভারত ও চিনের প্রতিরক্ষা মন্ত্রীও।