কলকাতা ব্যুরো : লাদাখ, জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত ভারতের অবিচ্ছেদ্য অংশ আছে এবং থাকবে। চিন সম্প্রতি যে মন্তব্য করেছিল তার বিরুদ্ধে স্পষ্ট ভাষায় ভারত আজ এই জবাব দিয়েছে। চিনের দাবি নাকচ করে মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়ে দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। চিনকে সতর্ক করে ভারত জানিয়েছে ভারতের আভ্যন্তরীণ বিষয় মন্তব্য করার কোন অধিকার নেই চিনের। সম্প্রতি বিবৃতিতে বলা হয় লাদাখে বেআইনিভাবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে ভারত। চিন এই সিদ্ধান্তকে মানে না। এদিন লাদাখ এবং জম্মু-কাশ্মীর কে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবে ব্যাখ্যা করে ভারত।

সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লাদাখ ও অরুণাচল প্রদেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বেশকিছু সেতুর উদ্বোধন করেন। লাদাখ, অরুণাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, সিকিম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবে – সব মিলিয়ে ৪৪ টি সেতুর উদ্বোধন হয়। এরপরই লাদাখ নিয়ে নিজেদের নতুন দাবিতে সরব হয়েছে চিন।

কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখের গঠনকে বেআইনি বলে দাবি করে চিন বিদেশমন্ত্রকের মুখপাত্র দাবি করে বিতর্কিত সীমান্ত এলাকায় সামরিক নজরদারির উদ্দেশ্যে এই ধরনের পরিকাঠামোগত নির্মাণ কাজ নিয়ে তাদের আপত্তি রয়েছে। কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখের পাশাপাশি অরুণাচল প্রদেশকেও তারা স্বীকৃতি দেয় না বলে চীনের পক্ষ দাবি করা হয়। তারই আজ জবাব দিল ভারত।

Share.
Leave A Reply

Exit mobile version