কলকাতা ব্যুরো: কুলতলির আজমলমাড়ির জঙ্গল লাগোয়া এলাকায় থেকে ধরা পড়া বাঘটিকে বৃহস্পতিবার বিকেলেই ছাড়া হল রামগঙ্গা রেঞ্জের চুনকাটি জঙ্গলে। মঙ্গলবার কুলতলির বৈকুন্ঠপুর গ্রামে ঢুকে পড়া বাঘটিকে খুঁজতে হন্যে হয়ে তল্লাশি চালিয়ে ছিল বনদপ্তর। ওরানো হোয় ড্রোন। কিন্তু বুধবার বৈকন্ঠপুর মানুষকে আতঙ্কে রেখেই নদী পেরিয়ে সেটি চলে যায় আজমলরীর জঙ্গলে। কিন্তু বাঘটি আশপাশে রয়েছে সন্দেহ করেই বনদপ্তর সেখানে ফাঁদ পাতে।


ছাগলের টোপ দিয়ে অপেক্ষা করে বনদপ্তর। আর তাতেই ধরা পড়ে যায় বাঘটি। এ দিন সকালেই বাঘটিকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঝড়খালির পুনর্বাসন কেন্দ্রে। সেখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর একেবারে সুস্থ থাকায় এ দিনই তাকে ফিরিয়ে দেওয়া হল গভীর জঙ্গলে।

Share.
Leave A Reply

Exit mobile version