কলকাতা ব্যুরো: দীর্ঘ সময়ের অপেক্ষা। অবশেষে দক্ষিণবঙ্গে এলো বর্ষা। তবে দুর্বল মৌসুমী বায়ু। উত্তরবঙ্গ বর্ষা এলেও দক্ষিণবঙ্গে তা আসল প্রায় ১৫ দিন পর। গত ৩ জুন বর্ষা ঢুকেছিল উত্তরবঙ্গে। নির্ধারিত সময়ের প্রায় তার-চারদিন আগেই আগাম বর্ষা ঢুকেছিল উত্তরবঙ্গে। আর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের নির্ধারিত সূচি ১১ জুন কলকাতায়। সেখানেই লেট মনসুন।

প্রায় ছয়-সাত দিন পর এল বর্ষা। শুক্রবার বিকেলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। তবে দুর্বল মৌসুমী বায়ু হওয়ার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃষ্টির ব্যাপকতা ও পরিমাণ দুটোই কম থাকবে। তবে আগামী তিন দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ-সহ কলকাতায়।

অন্যদিকে উত্তরবঙ্গে চলবে ভারী বৃষ্টিপাত। আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। আগামী ৪৮ ঘণ্টা পর থেকে আরও দু-তিন দিন ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পংয়ে।

হালকা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে মালদহ ও দুই দিনাজপুরে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গে ল্যান্ড স্লাইড থেকে নদীর জল স্তর বৃদ্ধি এবং নিচু এলাকা প্লাবনের আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।

Share.
Leave A Reply

Exit mobile version