কলকাতা ব্যুরো: করোনার জেরে শহরে জারি রয়েছে নাইট কার্ফু। আর বিধিনিষেধ ভাঙলে মিলছে শাস্তি। বাদ যাচ্ছেন না কেউই। এবার সেই বিধি লঙ্ঘন করার অপরাধে জরিমানা করা হলো টলিউড অভিনেত্রী ইশা সাহাকে।

জানা গিয়েছে, শুক্রবার রাতে সল্টলেকে নাকা চেকিংয়ের সময় আটকানো হয় অভিনেত্রীর গাড়ি। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের চার নম্বর গেটের গার্ড রেল কাটিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। নাকা চেকিংয়ের সময় পুলিশ আটক করে তাঁকে। করোনা আবহে কেন তিনি আইন ভেঙে রাস্তায় বেরিয়েছেন, তার কোনও সদুত্তর নাকি দিতে পারেননি তিনি।

গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে টলিপাড়ায়। নাকা চেকিংয়ের সময় সেখানে উপস্থিত ছিল একাধিক মিডিয়ার ক্যামেরা। অভিনেত্রীর ছবিও লেন্সবন্দি হয় সেখানে। নাইট কার্ফু অমান্য করে রাতে বাইরে ঘুরে বেড়ানোর কারণ পুলিশের কাছে স্পষ্ট না করলেও সংবাদমাধ্যমকে পরবর্তী সময়ে সাফাই দিয়েছেন ইশা। অভিনেত্রী জানিয়েছেন, কাজ থেকে বাড়ি ফেরার সময় এমন পরিস্থিতির সম্মুখীন হন তিনি। অন্যান্য দিন সন্ধে ৮টা নাগাদ বেরিয়ে ৯টার মধ্যে বাড়ি ফিরে আসতে পারেন ইশা। কিন্তু শুক্রবার তাঁর সামান্য দেরি হয়। সল্টলেকের আগেও বেলেঘাটায় নাকা চেকিংয়ে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আটকে ছিলেন অভিনেত্রী। সেখান থেকে বেরিয়ে চার নম্বর গেট পার করার সময় পুলিশ ফের আটকায় তাঁকে।

তবে এদিন সব দোষ সংবাদমাধ্যমের উপরেই চাপিয়েছেন টলিউডের এই অভিনেত্রী। ইশার দাবি, সংবাদমাধ্যম বিষয়টিকে ‘তিলকে তাল করে দেখাচ্ছে, গুজব রটেছে আমি গাড়ির কাগজপত্র দেখাতে পারিনি, কিন্তু বিষয়টা হল আমার নাইট কার্ফুতে বেরানোর অনুমতি ছিল না, এইটুকুই’। ইশার দাবি গোটা বিষয়টা ‘অতিরঞ্জিত’ করে দেখানো হচ্ছে। নাকা চেকিংয়ে গাড়ি আটকানোর পর পুলিশের গাড়িতে থানায় যান ইশা, সেখান থেকে চালান কেটে জরিমানা নেওয়া হয় অভিনেত্রীর থেকে।

এছাড়া অভিনেত্রী জানান, থানার বাইরে এক ব্যক্তি তাঁর গাড়ির চালককে বলপূর্বক গাড়ির ভিতর থেকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করেন। যা দেখে আতঙ্কিত অভিনেত্রী। তাঁর প্রশ্ন, ‘আমি কি খুন করেছি? নাকি মদ খেয়ে গাড়ি চালিয়েছি?’ এদিকে সব ঝামেলা মিটিয়ে রাত সাড়ে বারোটার পর বাড়ি ফেরেন ইশা। পরে আক্ষেপের সুরে ইশা জানান, ‘কই মিডিয়াতে তো একবারও দেখানো হলো না বেলেঘাটার কাছে ৪৫ মিনিট লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট হওয়ার কথাটা!’

Share.
Leave A Reply

Exit mobile version