কলকাতা ব্যুরো: রাত পোহালেই কলকাতা পুরসভার নির্বাচন। ১৪৪ টি ওয়ার্ডে ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকেই, চলবে বিকেল ৫টা পর্যন্ত। পুরভোটে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ। মোট ২৩ হাজার পুলিশ। যা আরও বাড়িয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সূত্রের খবর, রবিবার কলকাতা পুরভোটে আরও ৫০০ রাজ্য পুলিশ থাকবে।
এছাড়াও প্রতি মুহূর্তের খবরের আপডেটের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য নির্বাচন কমিশন। সেই নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনের তরফে চালু করা হেল্পলাইন নম্বরটি হল- ২২৯০ ০০৪০/৪১।
কলকাতা হাইকোর্টের তরফে বিজেপির করা একাধিক মামলায় পুরভোটে রাজ্য পুলিশের উপরই আস্থা রাখা হয়েছে। তাই নির্বিঘ্নে ভোট করাতে বদ্ধপরিকর রাজ্য নির্বাচন কমিশন। আগেই কমিশনের তরফে জানানো হয়েছিল পুরভোটে ২৩,০০০ পুলিশ থাকবে। ১৫,০০০ কলকাতা পুলিশ ও বাকি রাজ্য পুলিশ থাকবে। যা শনিবার সন্ধ্যায় আরও বাড়ানো হয়েছে। ভোটে যাতে নিরাপত্তার ক্ষেত্রে বিন্দুমাত্র খামতি, ঘাটতি না থাকে তার জন্য এদিন রাজ্য নির্বাচন কমিশন বৈঠক সেরে নেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও কলকাতা পুলিশের সিপি সৌমেন মিত্র। একই সঙ্গে কমিশন বৈঠক সেরেছে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের সঙ্গেও।
রাজ্য নির্বাচন কমিশন এদিন আরও জানিয়েছে, ভোট গ্রহণ কেন্দ্রে একটি বুথ থাকলে ১জন এএসআই, ২জন সশস্ত্র পুলিশ ও ১জন লাঠিধারী পুলিশ থাকবে। ২টি বুথ হলে থাকতে হবে ১জন এসআই, ২জন সশস্ত্র পুলিশ ও ২জন লাঠিধারী পুলিশ। ৩ টি বুথের জন্য ১ জন এসআই, ১জন এএসআই, ২জন সশস্ত্র পুলিশ ও ৩জন লাঠিধারী পুলিশ থাকবে। ৪ টি বুথের জন্য ১জন এসআই, ১জন এসআই, ৪ জন সশস্ত্র পুলিশ ও ৪জন লাঠিধারী পুলিশ থাকবে।
এছাড়া ৫ টি বুথের জন্য ১জন এসআই, ১জন এএসআই, ৪ সশস্ত্র পুলিশ ও ৫ লাঠিধারী পুলিশ থাকবে। ৬ টি বুথের জন্য একজন ইন্সপেক্টর, একজন এসআই, ৪ জন সশস্ত্র পুলিশ, ৬জন লাঠিধারী পুলিশ থাকবে। ৭টি বুথের জন্য রাখা হবে ১ জন ইন্সপেক্টর, ১ জন এএসআই, ৪ সশস্ত্র পুলিশ ও ৭ লাঠিধারী পুলিশকে। ৮টি বুথের জন্য ১ জন ইন্সপেক্টর, ২ এএসআই, ৪ সশস্ত্র পুলিশ ও ৮ লাঠিধারী পুলিশকে মোতায়েন করা হবে। এছাড়া ৯টি বুথের ক্ষেত্রে ১ জন ইন্সপেক্টর, ৩জন এএসআই, ৪জন সশস্ত্র পুলিশ ও ৯ জন লাঠিধারী পুলিশকে রাখা হবে। আর ১০টি বুথের জন্য ১ জন ইন্সপেক্টর, ৪ এএসআই, ৪ সশস্ত্র পুলিশ ও ১০ জন লাঠিধারীকে রাখা হবে বলে জানিয়ে দিয়েছে কমিশন।
শনিবার রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে কমিশনার সৌরভ দাসের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও কলকাতা পুলিশের সিপি সৌমেন মিত্র। সূত্রে জানা গিয়েছে ওই বৈঠকে কমিশনের তরফে দুই পুলিশ আধিকারিককেই নিরাপত্তা নিয়ে কোনওরকমের ঘাটতে খামতি না রাখার কথা জানিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁদের বলা হয়েছে আগামিকাল ঘন্টায় ঘন্টায় নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট কমিশনের কাছে জমা দিতে। সেই সঙ্গে জানা গিয়েছে শহরজুড়ে নিরাপত্তা জোরদার রাখতে আগামিকাল কলকাতায় ২৩ হাজার পুলিশ নামানো হবে। থাকবে কমব্যাট ফোর্স, কমান্ডো বাহিনী থেকে র্যাফও। এসআই, এসপি ও যুগ্ম কমিশনারের পদমর্যাদার পুলিশ অফিসাররা থাকবেন বলে জানা গিয়েছে।