কলকাতা ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুশির খবর বয়ে আনলো নেশানাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি। এনসিআরবি সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দেশের মধ্যে মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহরের অন্যতম কলকাতা। ২০১৯ সালের যে রিপোর্ট এনসিআরবি প্রকাশ করেছে তাতেই এই তথ্য রয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গত বছর মাত্র ১৪ টি মহিলাদের প্রতি অভব্যতার অভিযোগ কলকাতা শহরে হয়েছিল। কোন ধর্ষণের চেষ্টার অভিযোগ ওই বছর করা হয়নি কলকাতা পুলিশের কাছে। আবার কয়াম্বাটরে একটি মাত্র অভিযোগ এবং পাটনাতেও একটি অভিযোগ গত বছর হয়েছিল। কিন্তু পাটনায় শ্রীলতাহানির ১২ টি অভিযোগ হয়েছিল।
কলকাতার ক্ষেত্রে এবং কোয়েম্বাটুরে একটিও এমন অভিযোগ হয়নি। তবে মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থা দিল্লির। গত বছরের হিসেব বলছে, ১২৩৬ টি মহিলাদের উপর নিগ্রহের অভিযোগ গত বছর দিল্লিতে হয়েছিল। উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ৫৯ টি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল।
এই তালিকায় রাজস্থানের জয়পুর খুব খারাপের দিকে। সেখানে মহিলাদের নিগ্রহের ৫১৭ টি অভিযোগ দায়ের হয়। আবার মহিলাদের প্রতি অবতার ১৫ টি ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে জয়পুরে। মুম্বাইয়ে নারী নিগ্রহের ৩৯৪ টি অভিযোগ হয় ছিল। আর তিনটি ঘটনা শ্রীলতাহানির।

Share.
Leave A Reply

Exit mobile version