কলকাতা ব্যুরো: ‘ব্যাখ্যা সন্তোষজনক না হলে সিবিআই তদন্ত হতে পারে’, মঙ্গলবার ঠিক এই ভাষাতেই স্কুল সার্ভিস কমিশনকে হুঁশিয়ারি দিলো কলকাতা হাইকোর্ট। স্কুলে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ নিয়ে মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনকে হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ স্কুল সার্ভিস কমিশনের সচিবকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দিয়েছেন। হাজির হয়ে গোটা বিষয় নিয়ে বিস্তারিত ব্যাখ্যাও দিতে বলেছেন তিনি।
তবে শুধু ব্যাখ্যা দিলেই চলবে না, এদিন হুঁশিয়ারির সুরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেছেন, ব্যাখ্যা সন্তোষজনক না হলে হতে পারে সিবিআই তদন্ত।
প্রসঙ্গত, স্কুলে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে ২০১৬-তে নির্দিষ্ট সময়সীমার পরেও নিয়োগের অভিযোগে মামলা হয় হাইকোর্টে। যা নিয়েই স্কুল সার্ভিস কমিশনের বিস্তারিত বক্তব্য চেয়েছে মহামান্য আদালত। হাইকোর্টে হাজির থেকে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলার পাশাপাশি হুঁশিয়ারির সুরে সিবিআই তদন্তের বিষয়টি জানিয়েছেন বিচারপতি। আপাতত স্কুল সার্ভিস কমিশনের সচিব গোটা বিষয়টি নিয়ে কী জানান, সেদিকেই নজর সকলের।