কলকাতা ব্যুরো: করোনা আবহে এবছর পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নভেম্বরের পরিবর্তে তা হবে জানুয়ারিতে। ৮ থেকে ১৮ জানুয়ারি কলকাতায় চলবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
কোভিড-১৯ পরিস্থিতির কারণে এবছর বেশ কিছু উৎসব , পার্বনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। দুর্গাপুজোর অনুমতি মিললেও জারি করা হয়েছিলো কোভিড সুরক্ষায় বেশ কিছু শর্ত। চলচ্চিত্র উৎসবকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড় হয় নন্দন, রবীন্দ্র সদন সহ কলকাতার বেশ কিছু এলাকায়। উদ্বোধন উপলক্ষ্যে থাকে জমকালো অনুষ্ঠানের আয়োজন। করোনা পরিস্থিতিতে সেই ঝুঁকি না নিয়ে জানুয়ারিতেই
চলচ্চিত্র উৎসব করতে চাইছে রাজ্য সরকার।

Share.
Leave A Reply

Exit mobile version