কলকাতা ব্যুরো: ভারতের সঙ্গে বিমান চলাচল বাংলাদেশ স্বাভাবিকভাবে শুরু করছে ২৯ অক্টোবর থেকে। এই পর্যায়ে প্রথম দিন ঢাকা- দিল্লি ঢাকা রুট চালু হবে ২৯ অক্টোবর। ১ নভেম্বর থেকে ঢাকা – ঢাকা রুট চালু করা হবে। আর ১৫ নভেম্বর থেকে চলবে ঢাকা -চেন্নাই -ঢাকা রুট।
গত মার্চ মাস থেকে করোনা মহামারীর জেরে বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশের সঙ্গে ভারতের বিমান যোগাযোগ। এই পর্যায়ে বিমান চলাচল শুরু হলে যাত্রীদের বিক্রির কাউন্টার, মোবাইল অ্যাপ, ট্রাভেল এজেন্ট এবং ওয়েবসাইট থেকে টিকিট কাটার পরামর্শ দিয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ।
এক প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ বিমানের তরফে। তাতে দেখা যাচ্ছে, ইউ এস- বাংলা এয়ারলাইনস সোমবার ছাড়া, সপ্তাহে ছ’ দিন ঢাকা থেকে সকাল ৯ টা ৪৫ এ বিমান ছাড়বে। কলকাতায় স্থানীয় সময় দশটা পনেরোয় পৌঁছোবে। আবার কলকাতা থেকে সেই বিমান বেলা এগারোটায় ছেড়ে ১২:৩০ এ ঢাকা পৌছবে।