কলকাতা ব্যুরো: আবার কি হুগলির দুষ্কৃতীরা তৎপর হয়ে উঠেছে কলকাতা ও আশপাশের এলাকায়? সোমবার গভীর রাতে স্ট্র্যান্ড রোড থেকে আটটি দেশি রিভলবার সহ দুজনকে গ্রেপ্তারের পর, এই প্রশ্ন নিয়ে আলোচনা চলছে। ধৃত দুই বাইক আরোহী হুগলির শ্রীরামপুরে বাসিন্দা সুজাত গোস্বামী ও মহ: শাহিদ নামে ওই দুই দুষ্কৃতী এতগুলি রিভলভার নিয়ে দক্ষিণ শহরতলীতে কার কাছে পাচার করতে যাচ্ছিল, সে ব্যাপারে জেরা শুরু করেছে কলকাতা পুলিশের এসটিএফ।

লালবাজার সূত্রের খবর, শনিবার রাতে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে দক্ষিণ বন্দর থানা এলাকায় স্ট্র্যান্ড রো ডে একটি হোন্ডা সিটি বাইককে ধাওয়া করে ধরে ফেলে এস টি এগ ফ। বাইকে ধাকা দুই আরোহীকে বাইকে তল্লাশি চালিয়ে পুলিশ আটটি স্টিল রঙের ইম্প্রভাইজড কান্ট্রি মেড ওয়ান শাটার বাজেয়াপ্ত করে। আজ তাদের আদালতে তোলা হবে। তারা কার কাছে এই অস্ত্রশস্ত্র পাচার করতে যাচ্ছিল, তা নিয়ে জেরা শুরু হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version