কলকাতা ব্যুরো: মঙ্গলবারও কলকাতার আকাশ মেঘলা। সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজও কলকাতা শহর ও শহরতলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার রাত থেকে সোমবার মাঝরাত পর্যন্ত বৃষ্টি হওয়ায় শহরের বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন। সেইসঙ্গে দফায় দফায় বৃষ্টি হওয়ায় এখনও শহরের বেশ কিছু বড় রাস্তা থেকে অলিগলিতে জল জমে রয়েছে।
শহরের বিভিন্ন অঞ্চল থেকে সম্পূর্ণ জল নামতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে ৷ কারণ একে তো বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে, তার উপর দফায় দফায় বৃষ্টিপাতের ফলে জল বেরতে দেরি হচ্ছে। এখন যাদবপুর, তারাতলা রোড, তিলজলা রোড, গিরিশ পার্ক, শোভাবাজার, উল্টোডাঙা, নেতাজি নগর, বেহালা, পর্ণশ্রী, হরিদেবপুর, সোনিয়া কালীবাড়ি, সেন্ট্রাল অ্যাভিনিউ, আলিপুর বডিগার্ড লাইন, খিদিরপুরের বিভিন্ন এলাকায় জল জমে রয়েছে। তবে এতে যানজটের কোনও সমস্যা নেই বলে জানিয়েছে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল।
মঙ্গলবার দুপুর ১.৩২ মিনিটে গঙ্গায় জলের স্তর থাকবে ৫.৬৯ মিলিমিটার, ১৮.৬৭ ফুটের কাছাকাছি। আজ সকাল ১১.৩০ থেকে বিকেল ৪টে পর্যন্ত লকগেট বন্ধ থাকবে। এর ফলে শহরের জমা জল নিষ্কাশনে বেশ কিছুটা সময় লাগবে। আজ গঙ্গায় জোয়ার আসার সময় দুপুর ১টা ৩২ মিনিট। সেই সময় গঙ্গার জলের উচ্চতা থাকবে ৫.৬৯ মিটার।
সোমবার রাত ১০টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ-
তপসিয়া ৫৮ মিমি, মোমিনপুর ৫৭ মিমি, পামার ব্রিজ ৪৮ মিমি, বেলগাছিয়া ৪৮ মিমি, কামডহরি ৪৭ মিমি, কালীঘাট ৪৬.২ মিমি, ধাপা লকগেট ৪৬ মিমি, উল্টোডাঙা ৪৫ মিমি, দত্তবাগান ৪৫ মিমি, ঠনঠনিয়া ৪৩ মিমি, বালিগঞ্জ ৪৩ মিমি, জিনজিরা বাজার ৪১ মিমি, বেহালা ফ্লাইং ক্লাব ৪০.৪০ মিমি, বীরপাড়া ৪০ মিমি, মানিকতলা ৩৯ মিমি, চেতলা লকগেট ৩৭ মিমি, যোধপুর পার্ক ৩৬ মিমি।