কলকাতা ব্যুরো: উৎসবের মরসুমে জম্মু ও কাশ্মীরের হিন্দু প্রভাবিত এলাকায় নাশকতা চালাতে পারে পাকিস্তানি জঙ্গিরা।’ গোয়েন্দা সূত্রে এই তথ্য জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকে। গোয়েন্দাদের বক্তব্য অনুযায়ী, এই কাজের জন্য পাক অধিকৃত কাশ্মীরের মুজাফরাবাদে প্রশিক্ষণ দেওয়া হয়েছে জঙ্গিদের। এই প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন আইএসআইয়ের এক সিনিয়র অফিসার।
গত কয়েকদিন ধরে পাক অধিকৃত কাশ্মীরের সীমান্ত এলাকায় ওপার থেকে অত্যাধুনিক আগ্নেয় অস্ত্র পাচারের ঘটনা সামনে এসেছে। ইতিমধ্যেই গত সাত দিনে দুটি অপারেশন ধরে ফেলেছে ভারতের সেনাবাহিনী। মূলত সীমান্তের ওপার থেকে বিভিন্নভাবে পিস্তল, গুলি সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র এপারে পাচার করে দেওয়া হচ্ছে। এমনকি সেই তালিকায় রয়েছে একে 74 এর মত অগ্নেয়াস্ত্র।
গোয়েন্দা সূত্রে হামলার আশঙ্কায় কথা জানতে পেরে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে জম্মু-কাশ্মীর হিন্দু প্রভাবিত এলাকাগুলিতে। এই ঘটনায় বেশ কিছু লোক জনকে ইতিমধ্যেই নজরবন্দিও করা হয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর।