কলকাতা ব্যুরো: বিশিষ্ট আইনজীবী, কংগ্রেস আমলে রাজ্যের মন্ত্রী কাশীকান্ত মৈত্র প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৯৭ বছর। শনিবার বিকেল সোয়া চারটায় সল্টলেকের বাসভবনে তাঁর মৃত্যু হয়।

লকডাউনের কিছুদিন আগেও তিনি হাইকোর্টে শুনানি করতে যেতেন। বরাবর সজ্জন ভদ্রতার জন্য সকলের শ্রদ্ধার মানুষ তিনি। কিছুদিন আগেও কোনো মামলায় শুনানিতে ত্রুটি হওয়ায় এক জুনিয়র কিছু মিথ্যের আশ্রয় নেন। তাতে বিচারপতি প্রবল ক্ষোভ প্রকাশ করে জরিমানার হুঁশিয়ারি দেন। অবস্থা বেগতিক বুঝে সেই জুনিয়র তখন এই মামলায় সিনিয়র হিসেবে কাশীকান্তবাবু আসছেন বলে নামটুকু নেন। তাতেই আর কোনো কিছু না বলে বিচারপতি নিষ্কৃতি দিয়ে অন্য মামলা শুরু করেন।

এদিকে কিছু সময় পরেই কাশীকান্তবাবু সেই জুনিয়রকে নিয়ে নিজে আসেন ওই এজলাসে। মামলার ত্রুটির জন্য নিজে ক্ষমা চান। এমনকি ত্রুটি ধরা পড়ায় তাঁর নাম ছুঁয়ে দিয়ে কোর্টের শাস্তি থেকে ছাড় পাওয়ার চেষ্টা করায় ভৎসনা করেন ওই জুনিয়রকে। কয়েক বছর আগে অকালে মারা যান তাঁর ছেলে, বিশিষ্ট চিকিৎসক সুব্রত মৈত্র। তারপরেও তাঁর নিয়ম করে কোর্টে আসায় ছেদ পরেনি।

Share.
Leave A Reply

Exit mobile version