কলকাতা ব্যুরো: ছাত্র নেতা আনিস খানের মৃত্যু রহস্যের তদন্তে রাজ্য সরকার গঠিত স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম বা সিট-এর উপরই আস্থা রাখলেন আন্দোলনকারীরা। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, সিট-এর তদন্তের উপর তাঁদের ভরসা রয়েছে। ১৫ দিনের সময়সীমা পেরিয়ে গেলেও আরও অনেক তথ্য সিট পেতে পারে, তাই এখনই সিবিআইয়ের দাবিও তাঁরা তুলছেন না।

মুখ্যমন্ত্রী তাঁর মাধ্যমে আনিসের বাবাকে ফের আশ্বাস দিয়েছেন পাশে থাকার। এদিকে মুখ্যমন্ত্রীর পদক্ষেপে খুশি কাশেম। তাঁর বক্তব্য, দিদি বলেছেন সিট গঠন করেছি। সিট সঠিক তথ্য নেবে। যে দোষী সে অবশ্যই শাস্তি পাবে। তার জন্য আমি অবশ্যই জোর দিয়ে দেখছি। দিদির সঙ্গে কথা বলে বুঝলাম যে উনি এটার শেষ দেখে ছাড়বেন।

তিনি আরও জানান, সিট এদিন সব কিছু জমা দিয়েছে রাজ্য সরকারের কাছে। তা নিয়েও কথা হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, আনিসের বাবাকে চিন্তা করতে বারণ করবেন। আমি স্বয়ং তাঁর পাশে আছি। সিবিআই এখনই তাঁরা চাইছেন না বলে কাশেমের বক্তব্য, দিদি বলেছেন, আগে আমি কি করছি দেখুন। তিনি ফিরে গিয়ে আনিসের পরিবারের সঙ্গে কথা বলবেন বলে জানান কাশেম।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রনেতা আনিস খানকে খুন করা হয় বলে অভিযোগ। পুলিশের পোশাক পরিহিত একজন-সহ মোট চারজন এদিন ছাত্রনেতার বাড়িতে যায় বলেই দাবি। তাই প্রথম থেকেই পুলিশি তদন্তের উপর আস্থা নেই বলে দাবি করেন আনিসের বাবা সালাম খান। সিবিআই তদন্তের দাবিতে এখনও সরব তাঁরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম বা SIT গঠন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, সোমবারই আনিস হত্যাকাণ্ডের তদন্তে সময় বাড়ালো কলকাতা হাইকোর্ট। আদালতের তরফে এক মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর গুরুত্বপূর্ণ কিছু না ঘটলে অথবা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে সময় বাড়ানো হবে না বলেও সাফ জানানো হয়েছে বিচারপতির তরফে।

Share.
Leave A Reply

Exit mobile version