কলকাতা ব্যুরো: একটু পরেই হিমাচল প্রদেশের মানালি থেকে মুম্বাইয়ে এসে পৌঁছানোর কথা কঙ্গনা রানাওয়াতের। তার সঙ্গে সম্প্রতি শিবসেনার যে বাক যুদ্ধ চলছে তাতে সর্বশেষ চাল দিয়েছে মুম্বাই পুরসভা। অভিনেত্রীর বান্দ্রা পালি হিলসের বাড়িতে সম্প্রতি কিছু সংস্কার কাজ করা হয়েছে। পুরসভার অভিযোগ, সেই কাজ করতে গিয়ে পুরসভার অনুমোদন ছাড়াই কিছু পরিবর্তন ও পরিমার্জন করা হয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার তাকে ২৪ ঘণ্টার নোটিশে জবাব চাওয়া হয়েছে। না হলে আজ কঙ্গনা রানাওয়াতের বাড়ির বেআইনি অংশ চিহ্নিত করে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

আবার গত কয়েকদিন ধরে হিমাচলে নিজের বাড়িতে বসেই ট্যুইট যুদ্ধ চালিয়ে গিয়েছেন অভিনেত্রী। সর্বশেষ বিতর্কিত মন্তব্য, পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে মুম্বাইয়ের তুলনা টেনে শিবসেনাকে খোঁচা। তার এই মন্তব্যে বেজায় চটেছে শিবসেনা। মুখপাত্র সঞ্জয় রাউত এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছেন, যদি কঙ্গনা ভয় পেয়ে থাকেন তাহলে তাকে মুম্বাইতে ঢুকতেই নিষেধ করে দিয়েছেন। আবার তিনি মুম্বাইতে ফিরবেন, কেউ পারলে রুখুক বলে চ্যালেঞ্জ দিয়েছেন অভিনেত্রী। বুধবার দুপুরে তিনি মুম্বাইয়ে নামলে কি হয় সেদিকেই কৌতুহল রয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version