কলকাতা ব্যুরো: তার বাংলা ও অফিস ভাঙার ঘটনা য় মুম্বাই পুরসভার কাছে দু’ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বোম্বে হাই কোর্টে মামলা দায়ের করে অভিনেত্রী অভিযোগ করেছেন তার পালি হিলসের বাংলোর সহ অফিসার অন্তত ৪০ শতাংশ ভেঙে দেওয়া হয়েছে। সেখানে প্রচুর দামি আসবাব পত্রের সঙ্গেই ঝাড়লন্ঠন, দুষ্প্রাপ্য কিছু শিল্পকর্ম নষ্ট করা হয়েছে বলে অভিযোগ।

মুম্বাই পুরসভা তার ওই অফিসের একাংশ বেআইনিভাবে নির্মিত হয়েছে বলে অভিযোগ করে নোটিশ দেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই তা ভেঙে দেয়। যার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর সুবিচারের দাবিতে সরব হয়েছিলেন বলেই তার বিরুদ্ধে মুম্বাই পুলিশ এবং শিবসেনা সরকার পিছে লেগেছে বলে অভিযোগ অভিনেত্রীর। আগামী ২২ সেপ্টেম্বর বোম্বে হাইকোর্ট কঙ্গনার সেই মামলার পরবর্তী শুনানি হবে। ইতিমধ্যেই প্রথম দিনের শুনানিতে হাইকোর্ট নির্মাণ ভাঙ্গার ক্ষেত্রে স্থগিতাদেশ জারি করেছিল। কিন্তু আদালতের এই রায়ের মাত্র কিছুক্ষণ আগেই মুম্বাই পুরসভার বুলডোজার চালিয়ে ভেঙে দেয় কঙ্গনার বাংলা ও অফিস।

Share.
Leave A Reply

Exit mobile version