কলকাতা ব্যুরো: কঙ্গনা রানাওয়াত ইস্যুতে শিব সেনার বিরুদ্ধে এবার সুর চড়াচ্ছে বিজেপির সহযোগী দলগুলি। কঙ্গনা রানাওয়াতকে কোন সুযোগ না দিয়েই যদি তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিতে পারে নিমেষে, তাহলে কেন মহারাষ্ট্র সরকার এতোদিনেও পালঘর হত্যাকাণ্ডের সুবিচার দিতে পারছে না? সেখানে দুই সাধুকে হত্যায় খুনিদের এখনো কেন মহারাষ্ট্র সরকার ধরতে পারেনি তা নিয়ে প্রশ্ন তুলল বিশ্ব হিন্দু পরিষদ।

বিশ্ব হিন্দু পরিষদের তরফে কঙ্গনা রানাওয়াত এর ঘটনার পর শিবসেনার প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে সরাসরি অভিযুক্ত করা হয়ে ছে। বিশ্ব হিন্দু পরিষদ বক্তব্য, যেভাবে একটা সরকার একজন অভিনেত্রীকে কোণঠাসা করতে নেমে পড়েছে তাতে স্পষ্ট, তার আগের অবস্থান থেকে সরে এসেছে শিবসেনা।

কঙ্গনা রানাওয়াত মাদক কারবারীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তাই কি বালা সাহেব ঠাকরের হাতে গড়া দল তাকে কোণঠাসা করতে উঠে পড়ে লেগেছে, প্রশ্ন তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ। একইসঙ্গে শিবসেনার বিরুদ্ধে গলা চড়িয়েছেন অযোধ্যা সাধুরাও। কঙ্গনা রানাওয়াত এর মত একজন মহিলাকে যেভাবে একটা সরকার নির্মম ভাবে অত্যাচার করছে তাতে আগামী দিনে উদ্ধব ঠাকরেরা অযোধ্যায় গেলে তাদের কোনভাবে স্বাগত জানানো হবে না বলে জানিয়ে দিয়েছেন হনুমান গড়ি মন্দিরের পুরোহিত রাজু দাস।

Share.
Leave A Reply

Exit mobile version