কলকাতা ব্যুরো: অভিষেকের ঝুলন্ত দেহ দেখলে আপনি কি করতেন? শ্বেতার শ্লীলতাহানি হলে আপনার প্রতিক্রিয়া কি হতো ? সরাসরি তাঁর পুত্র-কন্যাকে টেনে জয়া বচ্চনকে এভানেই সরাসরি আক্রমণ করলেন বলিউডের বিতর্কিত নায়িকা কঙ্গনা রানাওয়াত।

মঙ্গলবারই সোশ্যাল মিডিয়াকে একহাত নিয়ে সমাজবাদী পার্টির রাজ্য সভার সাংসদ জয়া বলেন, বিনোদন জগতে যারা কিছু নাম ও যশ অর্জন করেছেন তাদের টেনে নামানো হচ্ছে। চাবুক মারা হচ্ছে। যদিও জয়ার বক্তব্যের বিরোধিতায় গতকালই সরব হয়েছিলেন নেটিজেনরা।

Share.
Leave A Reply

Exit mobile version