কলকাতা ব্যুরো: শিবসেনার পর এবার মহারাষ্ট্রে তাদের জোট সঙ্গী কংগ্রেসকে আক্রমণ করলেন কঙ্গনা রানাওয়াত। আর তা করতে গিয়ে তিনি সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীকে। তাঁর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন বলিউডের ওই স্টার।
সনিয়ার উদ্দেশে কঙ্গনা বলেন, আপনি বিদেশে জন্মেছেন, বড় হয়েছেন। এ দেশে বহুদিন থেকেছেন। আশা করি, মহিলাদের সম্মানের প্রশ্নে আপনি যাথেষ্টই ওয়াকিবহাল। এখানে মহারাষ্ট্র সরকার যখন অন্যায় আচরণ করছে, তখন আপনি নীরব কেন ?
Previous Articleস্ত্রীকে খুনের অভিযোগে স্বামীকে গণপিটুনি
Next Article পুরুলিয়ায় আদিবাসী দম্পতির মুন্ডহীন দেহ উদ্ধার