কলকাতা ব্যুরো: করোনা আবহে বন্ধ থাকার পর রবিবার সকাল থেকে খুলে গেল গৌহাটির কামাখ্যা মন্দির। কামাখ্যা দেবালয় ম্যানেজমেন্ট কমিটি শনিবার সিদ্ধান্ত নেয়, আজ থেকে মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়ার। সেই অনুযায়ী মন্দিরে পরিক্রমার জন্য প্রতি ভক্ত ১৫ মিনিট করে সময় পাবেন। তবে সবটাই করতে হবে সোশ্যাল ডিসটেন্স বজায় রেখে। যদিও মন্দিরের ঢোকার মূল দরজা এখনো বন্ধ রাখা হবে।

মূল মন্দিরের ঢোকার ব্যাপারে এখনো অবশ্য অনুমতি দিচ্ছে না কমিটি। আলোচনা সাপেক্ষে তা পড়ে খুলে দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হবে বলে জানিয়েছেন মুখপাত্র। আপাতত পরিক্রমার জন্য সকাল আটটা থেকে গেট খুলে দেওয়া হবে আগের স্বাভাবিক নিয়মেই। তবে নবরাত্রি ও দুর্গাপুজোয় এই নিয়মের বদল ঘটতে পারে বলে আগাম জানিয়ে দিয়েছে মন্দির কমিটি।

Share.
Leave A Reply

Exit mobile version