কলকাতা ব্যুরো : আজকের দিনে ১৯৩১ সালে জন্মগ্রহণ করেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালাম। রামেশ্বরম শহরে এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। আজ বিশ্বের বিজ্ঞান জয়যাত্রায় তার নাম উচ্চারিত হয়। তিনি দেশের একমাত্র বৈজ্ঞানিক যিনি রাষ্ট্রপতির পদে অভিষিক্ত হন। অল্প বয়স থেকেই তার স্বপ্ন ছিল ফাইটার প্লেনের পাইলট হওয়ার। কিন্তু সেই স্বপ্ন অধরা থাকলেও ভারতের মিসাইল ম্যান বলে পরিচিত তিনি। পোখরানে ভারতের পরমাণু শক্তি পরীক্ষার ব্লু প্রিন্ট তারই মস্তিষ্কপ্রসূত।

চল্লিশটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট অর্জন করেন। ছাত্র মহলে তার জনপ্রিয়তা অনেক শিক্ষকেরই ঈর্ষার কারণ। ২০০২ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন আব্দুল কালাম। সেই বছরই সর্বসাধারণের জন্য রাষ্ট্রপতি ভবন খুলে দেওয়া হয়। নিজেকে জনতার রাষ্ট্রপতি বলতে ভালোবাসতেন কালাম। ২০১৫ সালে শিলং এ একটি বক্তৃতা মঞ্চে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

আজ তার জন্ম দিবসে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাষ্ট্রপতি ভবনে তার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন, ডক্টর এ পি জে আবদুল কালাম কে জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। বৈজ্ঞানিক হিসাবেই হোক বা রাষ্ট্রপতি হিসেবে ভারতের জাতীয় উন্নতিতে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। অমিত সাহ টুইট বার্তায় লিখেছেন এ পি জে আবদুল কালাম এক ভবিষ্যতদ্রষ্টা ছিলেন। ভারতের মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রকল্পে তার বিরাট ভূমিকা ছিল। তিনি বরাবর শক্তিশালী ও আত্মনির্ভর ভারত তৈরি করতে চেয়ে ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version