কলকাতা ব্যুরো: মুকুল রায়কে বাংলার চাণক্য তকমা দিয়ে, আগামী বিধানসভা নির্বাচন এরাজ্যে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে হবে বলে দলের সভায় জানিয়ে দিলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী। বুধবার খড়্গপুরের কেশিয়াড়িতে এক জনসভায় ভাষণ দেন বিজয়বর্গী। সেখানে তিনি বলেন, তৃণমূলের গুন্ডা বাহিনীর নামের তালিকা প্রস্তুত করুন। সভায় উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে তার ঘোষণা, আগামী বিধানসভা নির্বাচনের আগেই ওই সমস্ত তৃণমূলী গুন্ডাদের আমরা জেলের ভিতরে দেখতে চাই। তারপরেই সমর্থকদের আশ্বস্ত করার ঢঙে তিনি বলেন, এবার আর ওই গুন্ডারা ভোট কারচুপি করতে পারবে না। কারণ কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই এবার বিধানসভা ভোট হবে এ রাজ্যে।

সভায় তার পাশে বসা মুকুল রায়কে দেখিয়ে বিজয় বর্গী বলেন, মুকুলদা বাংলার চাণক্য। তাকে সামনে রেখেই আমরা আগামী বিধানসভা ভোটে তৃণমূলকে পরাস্ত করব।
এই সভায় বেলেঘাটায় একদিন আগেই একটি ক্লাবে বিস্ফোরণের ঘটনাও টেনে আনেন এই বিজেপি নেতা। তিনি বলেন, ওই ঘটনায় এন আই এ তদন্ত আমরা দাবি করছি। এ রাজ্যে বিজেপি নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেন মধ্যপ্রদেশের এই গেরুয়া শিবিরের নেতা।

Share.
Leave A Reply

Exit mobile version