কলকাতা ব্যুরো: ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে অভিযোগ জানাতে দিল্লি গিয়েছিলেন ত্রিপুরায় দলেরই ১২ বিধায়ক নেতা। সুদীপ রায় বর্মনের নেতৃত্বে গিয়েছিলেন তারা। তাদের অভিযোগ ছিলো, বিপ্লব দেবের নানা অনিয়ম ও খারাপ ব্যবহারের কারণে ত্রিপুরায় ক্ষতি হচ্ছে দল ও সরকারের। অনেক সিনিয়র আইএএস অফিসারই কাজ করতে পারছেন না,চাইছেন না।
যদিও বিপ্লব দেবের বিরুদ্ধে অভিযোগ শুনতেই রাজি হলেন না বিজেপির সর্বভারতীয় সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিজেপির মতো শৃঙ্খলাপরায়ণ দলে এই ধরণের আচরণ বরদাস্ত করা হবে না বলেই বিদ্রোহীদের বার্তা পাঠিয়েছেন তিনি। ফলে আপাতত খালি হাতেই ফিরতে হলো সুদীপ রায় বর্মনদের।