কলকাতা ব্যুরো: আবার রাজ্যে আসছেন বিজেপির দুই মহারথী অমিত শাহ ও জেপি নাড্ডা। আগামী ৮ ও ৯ ডিসেম্বর দুদিনের সফরে রাজ্যে আসার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। তিনি কলকাতায় দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। একই সঙ্গে শহরতলিতেও কোন জেলায় তিনি বৈঠকে উপস্থিত হতে পারেন। আর ডিসেম্বরের মাঝামাঝি শহরে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার দিনক্ষণ ঠিক না হলেও তিনি আগামী মাসে যে রাজ্যে আসছেন সে ব্যাপারে নিশ্চিত বিজেপির রাজ্যের কর্মকর্তারা।

কয়েকদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, আগামী বিধানসভা ভোটের লক্ষ্যে এখন থেকে প্রতি মাসেই অমিত শাহ ও জে পি নাড্ডা ঘুরিয়ে-ফিরিয়ে আসবেন রাজ্যে। মূলত সংগঠনের ফাঁকফোকর ভরানো শুধু নয়, আগামী বিধানসভা ভোটে এরাজ্যে ক্ষমতায় দলকে আনতে আদাজল খেয়ে নেমেছেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। তাই ইতিমধ্যেই সর্বভারতীয় স্তরের নেতাদের কলকাতা পাঠিয়ে দিলেও গোটা বিষয়টি তদারকির জন্য এই দুই শীর্ষ নেতা ঘনঘন রাজ্যে আসবেন কাজকর্ম খতিয়ে দেখতে।

Share.
Leave A Reply

Exit mobile version