কলকাতা ব্যুরো : জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট আজ জানিয়ে দিলেন যে বিভাজন নয় একতাই তার লক্ষ্য। আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন। তারপরেই ট্রাম্পের বিভাজনের রাজনীতি ছেড়ে দেশবাসীকে নতুন আমেরিকা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।

বিরোধীদেরও সন্মান দেওয়ার কথা বলেছেন বাইডেন। জানান এবার থেকে বিরোধীদের আর শত্রু ভাবা হবে না। তিনি সবার প্রেসিডেন্ট। তাদেরও যোগ্য সম্মান দেওয়া হবে। উল্লেখ্য আমেরিকার সব থেকে বয়স্ক প্রেসিডেন্ট জো। একইসঙ্গে আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। আমেরিকাকে নতুন করে গড়ার বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর। নিজের হোম টাউন ডেলাওয়্যার উইল রিংটোনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন জো বাইডেন। একতাই তার মূল লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন তিনি।

ট্রাম্পের শাসনকালে কৃষ্ণাঙ্গ যুবক হত্যা নিয়ে উত্তাল হয়েছিল আমেরিকা। আমেরিকার সম্মান পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। আমেরিকা যাতে তার হারানো গৌরব আবার ফিরে পায় তার বার্তা দিয়েছেন নতুন আমেরিকার প্রেসিডেন্ট।

Share.
Leave A Reply

Exit mobile version