কলকাতা ব্যুরো: রাজ্যে শুরু হয়েছে বিধানসভার নির্বাচন। আর বাংলা-ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা কল্যানেশ্বরী নাকা পয়েন্টে শুরু হয়েছে কড়া নজরদারি।
সকাল থেকে শুরু হয়েছে প্রতিটি যানবাহনের তল্লাশি প্রতি গাড়ির কাজগ-পত্র নথিভুক্ত করে প্রবেশ করতে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গে।


কল্যানেশ্বরী ফাঁড়ির ভারপ্রাপ্ত অফিসার অমরনাথ দাস, এ.এস. আই সৌমেন্দ্রনাথ দে পুলিশের দলবল নিয়ে কড়া নজরদারি শুরু করে কল্যানেশ্বরী ইন্টার স্টেট নাকা পয়েন্টে।যানবাহনের কাগজ পত্র রেজিস্টারে নথিভুক্ত করে প্রবেশ এদিন করতে দেওয়া হয় পশ্চিমবঙ্গে।


পুলিশসূত্রে খবর ভোটের সময়ে বহিরাগত ব্যাক্তি রাজ্যে এসে অশান্তি সৃষ্টি না করে তাছড়া যে কোনো প্রকার অস্ত্র যাতে প্রবেশ করতে না পারে তাই প্রশাসনের তরফে কড়া নজরদারি শুরু করা হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version