কলকাতা ব্যুরো: দিল্লি ও কলকাতায় রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় এর জন্য নতুন পদ তৈরি করা হলো। ইনফরমেশন এন্ড ডেভেলপমেন্ট অফিসার নামের ওই পদে বসানো হচ্ছে বর্ষীয়ান সাংবাদিক জয়ন্ত ঘোষালকে।

কলকাতার দুটি কাগজের সাংবাদিক হিসেবে দিল্লিতে দীর্ঘদিন কাটানো জয়ন্ত ঘোষাল এবার থেকে রাজ্য সরকারের হয়ে দিল্লিতে বিভিন্ন দপ্তরে সমন্বয়ের কাজ করবেন।
তাকে এই পদে কাজের জন্য দিল্লির প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনারের অফিস ও কলকাতায় তথ্যকেন্দ্রে অফিসের ব্যবস্থা করবে রাজ্য সরকার।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, জনস্বার্থের কথা ভেবে ওই পদে নিয়োগ করা হল তাকে। সরকারি বিভিন্ন দপ্তর বা মন্ত্রী শুধু নয়, রাজ্য এবং সর্বভারতীয় ক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও সমন্বয়কারী হিসেবে এখন থেকে কাজ করবেন জয়ন্ত ঘোষাল। সেই কাজের জন্য তাকে মাসে দেড় লক্ষ টাকা দক্ষিণা দেবে রাজ্য সরকার।

Share.
Leave A Reply

Exit mobile version